Save your web page as a pdf file with links | Our PC Solution

Save your web page as a pdf file with links

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে একটি মজার টিপস শেয়ার করতে যাচ্ছি। আপনি চাইলেই যে কোন ওয়েব পেজ কে PDF ফাইল হিসেবে সেভ করতে পারেন, এতে আপনার ওয়েব পেজের লিংকগুলো থেকে যাবে যেমন লিংক হিসেবে এখানে ক্লিক করুন থাকলে PDF ফাইলে ঐখানে ক্লিক করলে নির্দিষ্ট ওয়েব পেজটি ওপেন হবে।

এটির মাধ্যমে আপনি শুধু Active ট্যাবটিকে অথবা যতগুল ট্যাব ওপেন রেখেছেন সবগুল একসাথে PDF ফাইল হিসেবে সেভ করতে পারেন। এজন্য কোন সফট্‌ওয়্যার লাগবেনা, লাগবে শুধু একটি Addons যা আপনি মজিলাতে add কোরলেই হবে। Add-ons টি যোগ করতে নিচের লিংকে গিয়ে +Add to Firefox এ ক্লিক করে একটু অপেক্ষা করুন, তারপর Instal Now  আসলে এতে ক্লিক করুন এবং ব্রাউজার Restart দিন। এবার উপভোগ করুন ওয়েব পেজকে PDF ফাইল হিসেবে। ওয়েব পেজকে PDF করতে রাইট ক্লিক করে নিচের Print pages to PDF হতে আপনার ইচ্ছা অনুসারে যেকোন Option এ ক্লিক করুন তাহলেই আপনার কাংখিত PDF ফাইলটি পেয়ে যাবেন।

Add-ons টি যোগ করতে  এখানে ক্লিক করুন

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। 
সবাই ভাল থাকুন আর পাসের মানুষটিকেও ভাল থাকতে সহায়তা করুন । প্রযুক্তির সন্ধানে-পিসি সলুশানের সাথেই থাকুন ।
                 আল্লাহ হাফেজ !!!

0 Comments :

Post a Comment